আজকাল ওয়েবডেস্ক: চুরি হচ্ছিল ছাগল। সেইসঙ্গে চুরি হচ্ছিল ভেড়ির মাছ। চোর ধরতে শুরু হয় পাহারা। শেষপর্যন্ত ধরা পড়ল চোর। দেখা গেল চোর আর কেউই নয়। একটি প্রমাণ সাইজের কুমির। বুধবার রাতে উত্তর ২৪ পরগণার মিনাখাঁর উচিলদহ ভাঙাপাড়ায় জাল দিয়ে যাকে ধরলেন ভেড়ির শ্রমিকরা। কুমিরটি বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবার রাতেই তাকে সুন্দরবনের কাছে নদীতে ছেড়ে দেবেন বন দপ্তরের কর্মীরা।
বুধবার নদী থেকে মাছ খেতে ঢুকে সেই জালেই আটকা পড়ে কুমীরটি। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই তাঁদের চোখে পড়ছিল বিদ্যাধরী নদীতে মাঝেমাঝে একটি কুমির ঘুরে বেড়াচ্ছে। তাঁদের অনুমান, এই কুমিরটিই হয়ত ঘুরে বেড়াচ্ছিল।