সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুর শহরের নিউটাউন ও ভিআইপি রোডের পাশে অস্থায়ী দোকান তুলে নেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিল প্রশাসন। বুধবার ইসলামপুর শহরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামে প্রশাসন। ইসমাইল চক থেকে তিনপুল হয়ে আশ্রমপাড়া মোড় পর্যন্ত অভিযান চালায় প্রশাসন। একাধিক দোকানের সামগ্রী ফুটপাতে মজুত করে রাখা হয়েছিল। প্রশাসন তাদের সতর্ক করেছে।
অন্যদিকে, শহরের নিউটাউন ও ভিআইপি রোড এলাকার রাস্তার পাশের অস্থায়ী দোকানদারদের ২৪ ঘণ্টার মধ্যে দোকানপাট সরিয়ে নিতে বলা হয়েছে। এদিনের অভিযানে ছিলেন পুরসভার এগজিকিউটিভ অফিসার তথা ডেপুটি ম্যাজিস্ট্রেট কমলকান্তি তলাপাত্র। তিনি বলেন, নিউটাউন থেকে টার্মিনাস পর্যন্ত রাস্তার পাশে যেসমস্ত অস্থায়ী দোকানপাট আছে, ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নিতে বলা হয়েছে।