সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট ব্লকের বোয়ালদারের দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয়কে কম্পিউটার কেনার অর্থ দিল স্থানীয় মা দুর্গা ক্লাব। ওই স্কুলকে বুধবার কুড়ি হাজার টাকা দেওয়া হয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব দাস বলেন, আমাদের স্কুলে অনেক পড়ুয়া। স্কুলের উন্নয়নের জন্য এই গ্রামের প্রাক্তন ছাত্ররা এবং ক্লাব যেভাবে পাশে দাঁড়ায় তা প্রশংসনীয়। ক্লাবের সভাপতি দিব্যেন্দু চক্রবর্তী বলেন, আমাদের এই স্কুলটি বহু পুরনো। সেখানে ক্লাবের সকলে পড়াশোনা করেছি। পড়ুয়াদের সুবিধার জন্য কম্পিউটার কিনতে অর্থ সাহায্য করা হয়েছে।