সংবাদদাতা, তপন: রামপুর বাজার রেলস্টেশনের সাইডিং রোড সংস্কারের জন্য রেলমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি সোমান্নাকে চিঠি পাঠালেন সাংসদ সুকান্ত মজুমদার। বুধবার তিনি এই চিঠি পাঠিয়েছেন। রামপুর স্টেশনে পণ্য পরিবহনের জন্য রাস্তাটির জন্য সমস্যায় পড়তে হচ্ছিল ট্রাকওনার্স এবং ব্যবসায়ীদের। সেইমতো সুকান্ত মজুমদারের কাছে রামপুর বাজার সাইডিংরোড সংস্কারের দাবি জানান তাঁরা। বালুরঘাট ট্রাকওনার্স অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক গৌতম বসাক বলেন, আমাদের সমস্যার কথা সুকান্তবাবুকে জানিয়েছিলাম। তিনি মন্ত্রকের কাছে চিঠি করেছেন জেনে আমরা খুবই খুশি। রাস্তাটি সংস্কার হলে ট্রাকওনার্স এবং ব্যবসায়ীরা অনেকটাই উপকৃত হবেন।