সংবাদদাতা, কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জ শহর দিয়ে বয়ে যাওয়া শ্রীমতি নদীর দূষণ রুখতে সাফাই অভিযান শুরু করল কালিয়াগঞ্জ পুরসভা। শ্রীমতি শ্মশান সংলগ্ন নদীর জলে কচুরিপানা ও আবর্জনা জমে ছিল। বুধবার সেগুলি সাফাই করা হয়। কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা বলেন, শ্রীমতি নদী বাঁচাতে আমরা তৎপর। শ্মশান সংলগ্ন শ্রীমতি নদীতে প্রায় দশ দিন ধরে সাফাই অভিযান চলবে। এই নদীতে কালিয়াগঞ্জের মানুষ বিভিন্ন প্রয়োজনে আসেন। তাই পুরসভার পক্ষ থেকে সাফাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।