• চোপড়ায় ধৃত দুই
    বর্তমান | ০১ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, চোপড়া: চোপড়ায় পুলিসের উপর হামলার ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করল পুলিস । বুধবার ধৃতদের ইসলামপুর আদালতে তোলা হলে সাতদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এই ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, এদিন চোপড়ার সালিশি কাণ্ডের মূল অভিযুক্ত তাজিমুল ইসলামকে (জেসিবি) আদালতে তোলা হয় । দু’দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
  • Link to this news (বর্তমান)