সংবাদদাতা, চোপড়া: বুধবার চোপড়ার ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে লাগানো বিজ্ঞাপনের হোর্ডিং খুলে দিল কর্তৃপক্ষ। অভিযানে ছিলেন প্রশাসনের কর্তারাও। জাতীয় সড়কের ধারে বিভিন্ন বেসরকারি বিজ্ঞাপনের হোর্ডিং লাগানো হয়েছিল। সেগুলি এদিন খুলে দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় সড়কের বিভিন্ন আধিকারিক ও স্থানীয় প্রশাসনিক কর্তারা।