• ইসলামপুরে পুকুরের উপর নির্মাণ বন্ধ করল প্রশাসন
    বর্তমান | ০১ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, ইসলামপুর: ‘বর্তমান’-এর খবরের জেরে পুকুরের উপর নির্মাণ  বন্ধ করে দিল ইসলামপুর পুর কর্তৃপক্ষ। এর আগেও কর্তৃপক্ষ কাজ বন্ধের নোটিস দিয়েছিল। কিন্তু তার তোয়াক্কা না করে বাড়ি তৈরির কাজ চলছিল জোরকদমে।


    পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুরসভার ৮ নং ওয়ার্ডের ছসিয়া এলাকায় একটি পুকুরের একাংশে পাকা বাড়ি তৈরির কাজ চলছে। আব্দুর রউফ নামে এক ব্যক্তি ওই বাড়ি নির্মাণ করছেন। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলার মুজাফফর হুসেন পুরসভায় অভিযোগ করেন। সেই সময় পুরসভা ওই ব্যক্তিকে কাজ বন্ধ করার নোটিস দেয়। কিন্তু কয়েক দিন কাজ থামিয়ে রাখার পর ফের শুরু করা হয়েছিল।


    বুধবার পুরসভার এগজিকিউটিভ অফিসার কমলকান্তি তলাপাত্র এবং পুরসভার অন্য আধিকারিকদের একটি টিম ঘটনাস্থলে যায়। তাঁরা কাজ বন্ধ করার নোটিস দেন। কমলকান্তি বলেন, নোটিস দেওয়া হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে না পারলে ব্যবস্থা নেওয়া হবে।


    পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, নির্মাণ সংক্রান্ত বৈধ কাগজপত্র থাকলে তা নিয়ে পুরসভায় যোগাযোগ করতে বলা হয়েছে।


    এর আগে কাজ বন্ধের নোটিস দেওয়া হলেও নির্মাণ চালিয়ে যাওয়া প্রসঙ্গে কানাইয়ার মন্তব্য, এবার ছবি তুলে রাখা হয়েছে। বৈধ কাগজপত্র না দেখিয়ে একই কাজ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।  স্থানীয়দের অভিযোগ, জলাশয় বা পুকুরে বাড়ি নির্মাণের ক্ষেত্রে পুরসভা থেকে বিল্ডিং প্ল্যান পাশ হয় না। প্ল্যান ছাড়া নির্মাণ মানেই অবৈধ। সম্প্রতি মুধ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবিষয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি বিল্ডিং প্ল্যান পাসের ক্ষেত্রেও সতর্ক করেছেন। এর পরই রাজ্যজুড়ে প্রশাসন পদক্ষেপ করতে শুরু করেছে। ইসলামপুর পুরসভাও এবার নড়েচড়ে বসেছে। আব্দুর রউফকে একাধিকবার ফোন ও মেসেজ করা হলেও তিনি উত্তর দেননি।
  • Link to this news (বর্তমান)