• সানশেডে বোমা শুকোতে দিয়ে ধৃত, ফের আতঙ্ক কালুবস্তিতে
    বর্তমান | ০১ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, ইসলামপুর: বাড়ির সানশেডে তাজা বোমা শুকোতে দিয়ে ধরা পড়ে গেল এক ব্যক্তি। পুলিস এসে বাড়ির মালিককে গ্রেপ্তার করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে ইসলামপুরের আগডিমঠি খুন্তি অঞ্চলের কালুবস্তি নয়াহাটে।  মঙ্গলবার বিকেলে বাড়ির সানশেড থেকে চারটি তাজা বোমা উদ্ধার করেছে ইসলামপুর থানার পুলিস। ঘটনায় চাঞ্চল্য ছ঩ড়িয়েছে এলাকায়। বাড়ির মালিকের কাছে তাজা বোমা কীভাবে এল, তা নিয়ে এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ সালিম। বুধবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক অভিযুক্তকে দু’দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। 


    গতবছর এপ্রিল মাসে আগডিমঠি খুন্তি গ্রাম পঞ্চায়েতের বানিয়াভিটা এলাকায় বোমা ফেটে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছিলেন। এবার ফের আগডিমঠি খুন্তি এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনায় বাসিন্দা উদ্বেগে রয়েছেন। আগডিমঠি খুন্তির পার্শবর্তী পঞ্চায়েত গোবিন্দপুর। জুলাই মাসে গোবিন্দপুরের তৃণমূল কংগ্রেসের গ্রামপঞ্চায়েতর সদস্য লাকি পারভিনের বাড়ি লক্ষ করে দুষ্কৃতীরা বোমাবাজি করে। বাসিন্দাদের অভিযোগ, বাংলাদেশ সীমান্তবর্তী আগডিমঠি খুন্তি ও গোবিন্দপুর এলাকায় এর আগেও বোমা-বন্দুক উদ্ধার হয়েছে। এলাকায় একাধিক সংঘর্ষের ঘটনায় বোমা-বন্দুকের ব্যবহার হয়েছে। বোমা বন্দুক অবৈধভাবে মজুত হয়ে আছে ওই এলাকায়। 


    ফের বোমা উদ্ধারে আতঙ্ক ছড়িয়েছে। ধৃতের ভাই মহম্মদ জুনেইদ বলেন, আমার দাদাকে মিথ্যা মামলায় ফাসান হয়েছে। একটি ঘরের সানশেড থেকে পুলিস বোমা উদ্ধার করেছে। ওই ঘরের মালিক আমার দাদা নয়। এ ব্যাপারে আগডিমঠি খুন্তি পঞ্চায়েতর প্রধান তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হুসেন বলেন, ধৃতের সঙ্গে আমাদের দলের কোনও যোগাযোগ নেই। যারাই এই কাজ করবে, পুলিস তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।  


    ইসলামপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, পুলিসের কাছে খবর ছিল বোমা মজুতের। তারই ভিত্তিতে অভিযান চালান হয়। ধৃতকে হেফাজতে নিয়ে তদন্ত চলছে। ওই বোমা কোথা থেকে আনা হয়েছে, কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।  
  • Link to this news (বর্তমান)