• ইটাহারে ফুটপাত দখলমুক্ত করতে ময়দানে বিডিও,আইসি
    বর্তমান | ০১ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, ইটাহার: দিনপাঁচেক আগে ইটাহার-চাঁচল রাজ্য সড়কের দু’ধারে ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল। প্রশাসন সেদিনই জানিয়ে দিয়েছিল, ৪৮ ঘণ্টার মধ্যে ফুটপাত খালি করতে হবে। তারপর আরও সময় দেওয়া হয়। কিছু ব্যবসায়ী ফুটপাত থেকে দোকান সরিয়ে নিলেও অনেকে তা মানেননি। বুধবার তাই বুলডোজার নিয়ে ফুটপাত দখলমুক্ত করল প্রশাসন। ইটাহারের বিডিও ও আইসির উপস্থিতিতে ফুটপাতে চলে আসা দোকানের অংশ ভেঙে দেওয়া হয়। প্রশাসনের কাজে বাঁধা দেওয়ায় এক ব্যবসায়ীর সঙ্গে ধস্তাধস্তিও বেধে যায় পুলিসের। তবে পুনর্বাসনের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।


    প্রশাসনের নির্দেশ অমান্য করে ব্যবসায়ীদের একাংশ ফুটপাতে ব্যবসা করছিলেন। এতে যানজট বাড়ছিল রাজ্য সড়কে। ফুটপাত দখল হয়ে থাকায় হাঁটাচলায় সমস্যায় পড়ছিলেন পথ চলতি মানুষ। এদিনও দেখা যায়, কোনও দোকানের অর্ধেক সামগ্রী রাস্তা সহ নিলাশিনালার উপরে রাখা। কোনও দোকানের সিঁড়ি ফুটপাতের উপরে। 


    এদিন বিডিও দিব্যেন্দু সরকার ও আইসি সুকুমার ঘোষ, বিএলএলআরও স্বরূপ দত্তের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে জবরদখল মুক্ত করা হয়। প্রশাসনের কাজে বাধা দেওয়ায় বাপ্পাদিত্য কুণ্ডু নামে এক ব্যবসায়ীর সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় পুলিসের। বাপ্পাদিত্য জানান, আমার দোকান ছোট। তাই কিছু জিনিস ফুটপাতে ছিল। পুনর্বাসনের ব্যবস্থা না করে প্রশাসন কেন আগেই এটা করছে বুঝতে পারছি না। বিডিও জানান, আগেই সতর্ক করা হয়েছিল। কাজ হয়নি। তাই আজ বুলডোজার নামানো হয়েছে।


    এদিকে প্রশাসনের কর্তারা ইটাহারের সাহাপাড়া, হাটখোলা, পোরষা, থানামোড়, চৌরঙ্গী মোড়ের ব্যবসায়ীদের আবারও সাতদিনের সময় দেন ফুটপাত খালি করতে। তবে আগামীতে ইটাহার বালুরঘাট রাজ্য সড়কের ফুটপাত দখল মুক্ত করতে ব্যবস্থা নেবে প্রশাসন বলে জানা যায়। 
  • Link to this news (বর্তমান)