সংবাদদাতা, ইসলামপুর: গোয়ালপোখর ব্লকের ১৪টি অঞ্চল কমিটি ভেঙে দিল তৃণমূল নেতৃত্ব। বুধবার দলের ব্লক সভাপতি আহমেদ রেজা এবং মন্ত্রী গোলাম রব্বানির ভাই তথা জেলা পরিষদের সহকারি সভাধিপতি গোলাম রসুল (মণি) দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন। লোকসভা নির্বাচনে গোয়ালপোখরে দলের ফালাফল ভাল হয়নি বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। গোলাম রসুল বলেন, আমাদের দল মানুষের জন্য অনেক কাজ করেছে। কিন্তু তারপরও ফলাফল ভাল হয়নি। তাই ১৪টি অঞ্চল কমিটিই ভেঙে দেওয়া হল। সেপ্টেম্বরে নতুন করে প্রতিটি অঞ্চলে কমিটি গঠন হবে। বুথ কমিটি গঠন হবে। নতুন কমিটি নতুন উদ্যোমে মানুষের কাছে যাবে।