সংবাদদাতা, কালিয়াচক: মাদক পাচার চক্রে যুক্ত থাকায় একজনকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিস। ধৃতের নাম মনিরুল শেখ। সে বৈষ্ণবনগর থানার জয়েনপুর এলাকার বাসিন্দা। মাস দুয়েক আগে মাদক সহ একজনকে গ্রেপ্তার করে পুলিস। তাকে জিজ্ঞাসাবাদ করে মনিরুলের নাম জানা যায়। মঙ্গলবার কৃষ্ণপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিস। বুধবার ধৃতকে মালদহ জেলা আদালতের পেশ করা হলে বিচারক একুশ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।