দুবাই থেকে ৩ সোনা জিতেও শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তায় সুস্মিতা দেবনাথ
বর্তমান | ০১ আগস্ট ২০২৪
সংবাদদাতা, উলুবেড়িয়া: দিন ১৫ আগে দুবাই থেকে আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় তিনটি সোনার পদক জিতে বাড়ি ফিরেছিলেন সুস্মিতা দেবনাথ। উদয়নারায়নপুরের মাধবীলতা মহাবিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশনের চতুর্থ সেমেস্টারের ছাত্রী সুস্মিতার আগামী মাসে শ্রীলঙ্কায় আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় যোগ দেওয়ার কথা। যদিও আর্থিক দুরবস্থার কারণে ওই প্রতিযোগিতায় যোগ দেওয়া নিয়ে দোলাচালে তিনি। শ্রীলঙ্কায় যাওয়ার রেজিস্ট্রেশনের টাকা কীভাবে জোগাড় হবে, সেই চিন্তায় এখন রাতের ঘুম উড়েছে সুস্মিতা ও তাঁর পরিবারের সদস্যদের।
সুস্মিতার বাবা শ্যামল দেবনাথের একটি ছোট জামাকাপড়ের ব্যবসা। মা মামণি দেবনাথ একটি রাষ্টায়ত্ত ব্যাঙ্কের অস্থায়ী কর্মী। সুস্মিতা জানান, আগস্টে শ্রীলঙ্কা যাওয়ার কথা। এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য বিমান ভাড়া বাদে আমাকে দেড় লক্ষ টাকা দিতে হবে। এটা জোগাড় করা আমার পক্ষে একপ্রকার অসম্ভব। সুস্মিতা জানান, আগেরবার দুবাইতে প্রতিযোগিতায় যোগ দিতে গিয়ে আমার আড়াই লক্ষ টাকা খরচ হয়েছিল। তার মধ্যে কিছু টাকা আত্মীয়স্বজন ধার দিয়েছিলেন এবং বাকি টাকা মা সোনা বন্ধক রেখে জোগাড় করেছিলেন। সুস্মিতা জানান, এবার আর বন্ধক রাখার মতো সোনা নেই। এদিকে, ৩০ জুলাইয়ের মধ্যে প্রতিযোগিতায় যাওয়ার জন্য আমাকে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং আগামী ২০ আগস্ট আমাকে শ্রীলঙ্কায় রওনা হতে হবে। সুস্মিতা জানান, এখনও পর্যন্ত ১৫ হাজার টাকার মতো জোগাড় হয়েছে। আর এই সময়ের মধ্যে কীভাবে বাকি টাকা জোগাড় হবে, সেটাই এখন বেশি ভাবাচ্ছে সুস্মিতাকে। প্রসঙ্গত, গত ২৫ থেকে ২৭ জুন দুবাইয়ে তৃতীয় এশিয়ান যোগাসন স্পোর্টস কাপ প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতায় সুস্মিতা ট্রাডিশনাল, রিদমিক এবং আর্টিস্টিক যোগাসন বিভাগে সোনার পদক জেতেন। এছাড়া ১৮ থেকে ২১ বছর বিভাগে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস বিভাগে ফার্স্ট রানার আপও হন তিনি। তবে এটা প্রথম নয়। গত বছর উত্তরাখণ্ডে যোগাসন প্রতিযোগিতায় আর্টিস্টিক বিভাগে সোনা, ট্রাডিশনাল বিভাগে রুপো ও আর্টিস্টিক বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। নিজস্ব চিত্র