বিষাক্ত পোকার দাপট, এক বছরে বি সি রায়ে ভর্তি ২৫০ জন শিশু
বর্তমান | ০১ আগস্ট ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা নিয়ে প্রচারের দাপটে ঢাকা পড়ে গেলেও নিঃশব্দে উদ্বেগ ছড়াচ্ছে স্ক্রাব টাইফাস। এক ধরনের বিষাক্ত পোকার কামড়ে হওয়া এই রোগে এক বছরে রাজ্যের সর্ববৃহৎ সরকারি শিশু হাসপাতাল ফুলবাগানের বি সি রায়-এ ভর্তি হয়েছে আড়াইশোর বেশি শিশু! প্রায় ১০০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভর্তি রাখতে হয়েছে আইসিইউতে। দু’জনের মৃত্যুও হয়েছে। অন্যদিকে, পার্কসার্কাস লাগোয়া বেসরকারি শিশু হাসপাতালেও প্রতি মাসে ৫-৬টি করে শিশু ভর্তি হচ্ছে। কয়েকটি শিশুকে এনআইসিইউ এবং পিআইসিইউতেও রাখতে হয়েছে।
সূত্রের খবর, ‘ট্রম্বিকুলাইট মাইট’ নামে বিষাক্ত পোকা স্ক্রাবের কারণ। রোগের ব্যাকটেরিয়ার নাম ‘ওরিয়েন্টিয়া সুৎসুগামুসি’। পোকাটি এই ব্যাকটেরিয়ারই বাহক। জোলো আবহাওয়ায় এর দাপট বাড়ে। ধাঁধায় ফেলে রোগটির উপসর্গ। বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ জয়দেব রায় বলেন, ‘এমনও হয়েছে, প্রাথমিকভাবে মেনিনজাইটিস, লিভার ফেলিওর প্রভৃতি অসুখ মনে হলেও, নিবিড় পর্যবেক্ষণে স্ক্রাব টাইফাস ধরা পড়েছে।’ জ্বর ছাড়া মাথাব্যথা, কাশি, ডায়ারিয়া প্রভৃতি দেখা যায়। যা কি না এখনকার ফ্লু ও ডেঙ্গুর মতো ভাইরাসঘটিত রোগেরও উপসর্গ। তাই কঠিন হয় চেনা। ভালো করে দেখলে করলে পোকার কামড়ের জায়গাটিতে ঘা লক্ষ্য করা যায়। আবার নাও চোখে পড়তে পারে। বি সি রায়-এর এক কর্তা বলেন, কয়েক বছর আগে বাংলায় স্ক্রাব টাইফাসের উপদ্রব প্রায় ছিল না । হরিয়ানা, হিমাচলপ্রদেশ প্রভৃতি রাজ্যে হতো। এখন প্রায়শই পাচ্ছি।