বন্দে ভারত ও লোকাল ট্রেন একই লাইনে! ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুলল রেল
এই সময় | ০১ আগস্ট ২০২৪
দেশে লাগাতার ট্রেন দুর্ঘটনার মধ্যেই হুগলির শিবাইচণ্ডী স্টেশনে কাছাকাছি চলে আসে বন্দে ভারত এবং একটি লোকাল ট্রেন। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি 'এই সময়'। যদিও পূর্ব রেলের তরফে দাবি করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ছড়িয়ে যাত্রীদের অহেতুক ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে।‘মুখোমুখি’ বন্দে ভারত ও লোকাল ট্রেন? কী ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়?
দেশে একের পর এক ট্রেন দুর্ঘটনা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দেশের প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবও যাত্রীসুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।
সেই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, মুখোমুখি একটি বন্দে ভারত এবং লোকাল ট্রেন। আর তা দেখেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে। এই ভাইরাল ভিডিয়োর প্রেক্ষিতে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দেশে একের পর এক ট্রেন দুর্ঘটনা দুর্ভাগ্যজনক। রেলের কোথাও না কোথাও ত্রুটি তো রয়েইছে। সুরক্ষা নিয়ে রেলের আরও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে।’
এই ভাইরাল ভিডিয়ো নিয়ে কী জানাচ্ছে পূর্ব রেল?
জানা গিয়েছে, গত মঙ্গলবার সকালে হাওড়া ছেড়ে এনজিপির উদ্দেশে রওনা দেওয়া বন্দে ভারতটিকেই দেখা গিয়েছে ভাইরাল ভিডিয়োর ফ্রেমে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ‘এই সময়’-কে বলেন, ‘হাওড়া-গুড়াপ লোকাল চেরাগ্রামে ঢোকার আগে দাঁড়িয়েছিল। যেহেতু ওই এলাকাটি অটোমেটিক সিগন্যাল জোনের মধ্যে পড়ে তাই বন্দে ভারত পেছন পেছন আসছিল এবং নির্দিষ্ট গাইডলাইন মানছিল।' তিনি আরও বলেন, 'এক্ষেত্রে কোনও সমস্যা হয় না। সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানোর জন্য এবং মানুষকে ভয় দেখানোর জন্য এই ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছে।’
অর্থাৎ যাত্রী সুরক্ষার সঙ্গে কোথাও আপোস করা হয়নি, স্পষ্ট দাবি তাঁর। উল্লেখ্য, সম্প্রতি একের পর এক ট্রেন দুর্ঘটনায় রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। তথ্য বলছে, ২০১৯ থেকে ২০২৪ সালের ৩০ জুলাই পর্যন্ত দেশের ছোট-বড় মিলিয়ে মোট ৩৬টি ট্রেন দুর্ঘটনা হয়েছে। এতে মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৩০০ জন যাত্রীর। আহতদের সংখ্যা প্রায় দেড় হাজারের কাছাকাছি। এর মধ্যে বড় দুর্ঘটনার সংখ্যা ১৮টি।
মঙ্গলবার চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। পরের দিনই অর্থাৎ বুধবার ফাঁসিদেওয়ার কাছে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। পরপর এই ঘটনাক্রমগুলিতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছিলই। এরই মধ্যে নতুন করে বন্দে ভারত এবং লোকাল ট্রেনের ভিডিয়ো ঘিরে নেটপাড়ায় শোরগোল।