বৃহস্পতিবার কর্মব্যস্ত দিনে ভোগান্তিতে পড়তে হল বনগাঁ-শিয়ালদা শাখার যাত্রীদের। সকাল থেকেই শিয়ালদা ডিভিশনের এই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। সূত্রের খবর, সিগন্যালিংয়ের সমস্যার কারণেই বিপত্তি হয়েছিল। সকাল ৭টার পর কোনও ট্রেন শিয়ালদার উদ্দেশে রওনা দেয়নি বলে জানা গিয়েছে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এই সমস্যা মিটেছে। বর্তমানে স্বাভাবিক ট্রেন চলাচল।ট্রেনের এই সমস্যার কারণে ভোগান্তিতে যাত্রীরা। এক নিত্যযাত্রী বলেন, 'সকাল সাড়ে ৯টার মধ্যে অফিসে ঢুকতে হয়। কিন্তু, ট্রেনের এই সমস্যার জন্য সময়ে পৌঁছতে পারব না। বনগাঁতেই দাঁড়িয়ে রইলাম ৮টা পর্যন্ত। এই ধরনের সমস্যা হলে মুশকিল।' ক্ষোভের সুর শোনা গেল অপর এক যাত্রীর কণ্ঠেও। তমাল দত্ত নামক ওই যাত্রী বলেন, ‘ট্রেনের এই সমস্যার জন্য সময়ে অফিসে পৌঁছতে পারব না। একদিনের বেতন বাদ যেতে পারে।’
কিন্তু, কেন এই ভোগান্তি? রেলের তরফে জানা যায়, সিগন্যালিংয়ের সমস্যার কারণে এই বিপত্তি। দ্রুত পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে। এ দিন ডাউন বনগাঁ, হাবড়া লোকাল নির্দিষ্ট সময়ের থেকে ১৫ থেকে ২০ মিনিট দেরিতে চলে। ক্ষুব্ধ যাত্রীদের একাংশের কথায়, ‘এই শাখায় ট্রেন লেট এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে।’
বৃহস্পতিবার বনগাঁ-শিয়ালদা লাইনে ট্রেনের সমস্যা প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'একটি টেকনিক্যাল সমস্যা হয়েছিল। তা ঠিক হয়ে গিয়েছে।'