• বৃষ্টির দাপটে দিশেহারা বাংলা, মুক্তি নেই বিপর্যয় থেকে, আর কতদিন বৃষ্টি? ...
    আজকাল | ০১ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শ্রাবণে অঝোর ধারায় বৃষ্টি বাংলা জুড়ে। গত কয়েকদিন ধরেই বর্ষার বৃষ্টি চলছিল। বৃহস্পতিবার ভোর থেকে বাড়ল বৃষ্টির দাপট। মুষলধারে বৃষ্টিতে কার্যত দিশেহারা সাধারণ মানুষ। বৃষ্টি বিপর্যয় চলবে আগামী আরও কয়েকদিন।

    আজ উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবারেও এই দুই জেলায় ভারি বৃষ্টি হতে পারে। শনিবার থেকে উপরের পাঁচটি জেলাতেই বাড়বে বৃষ্টির দাপট। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (আজকাল)