• সিগন্যালিংয়ের সমস্যায় বনগাঁ-শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল, বৃষ্টিদিনে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের...
    আজকাল | ০১ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টিভেজা দিনে কাজে বেরিয়ে বিপাকে নিত্যযাত্রীরা। বৃহস্পতিবার সকাল থেকে বনগাঁ-শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। সকাল ৭.১৫মিনিটে মাতৃভূমি লোকাল ছাড়ার পর বনগাঁ থেকে শিয়ালদহের উদ্দেশে আর কোনও লোকাল ট্রেন ছাড়েনি। এর জেরে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের।

    রেল সূত্রে খবর, সিগন্যালিংয়ের সমস্যার জেরে আজ সকালে বনগাঁ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে আজ সকাল থেকে জেলায় জেলায় একটানা বৃষ্টি হচ্ছে। ট্রেন পরিষেবা দীর্ঘক্ষণ স্তব্ধ থাকায় অনেকেই কর্মক্ষেত্রে পৌঁছতে পারেননি। হাসপাতালে চিকিৎসার উদ্দেশেও বেরিয়েছিলেন অনেকে। তাঁরাও আটকে পড়েন এই পরিস্থিতিতে।
  • Link to this news (আজকাল)