নিম্নচাপের ভ্রূকুটি! আজ জেলায় জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা, আগামী ৪৮ ঘণ্টা তুমুল দুর্যোগের আশঙ্কা ...
আজকাল | ০১ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: মাসের প্রথমদিনেই আকাশের মুখভার। সোমবার ভোর থেকে ঝেঁপে বৃষ্টি জেলায় জেলায়। শ্রাবণের এই অঝোর ধারায় রেইনি ডে পরিস্থিতি বাংলায়। ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষেরেখা, এই দুইয়ের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। ফলে বৃহস্পতিবার ও শুক্রবার একাধিক জেলায় দুর্যোগ, দুর্ভোগ বাড়বে।
আজ উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবারেও এই দুই জেলায় ভারি বৃষ্টি হতে পারে। শনিবার থেকে উপরের পাঁচটি জেলাতেই বাড়বে বৃষ্টির দাপট। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।