• কেরলের পাশে বাংলার রাজ্যপাল, দিলেন ১ মাসের বেতন
    আজকাল | ০১ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : কেরলের ওয়েনাড গোটা ভারতের মানুষকে এক করে দিয়েছে। এবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস নামলেন আসরে। নিজের এক মাসের বেতন তিনি তুলে দিলেন ত্রাণে। এর আগে তিনি ত্রাণ শিবির ঘুরে দেখেন। কথা বলেন আহতদের পরিবারের সঙ্গে। মৃতের পরিবারের সঙ্গে দেখা করে তিনি সমবেদনা জানান। 

    ১৮০ জন এখনও নিখোঁজ রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০০ বাড়ি। খোলা হয়েছে ৪৫ টি ক্যাম্প , সেখানে তিন হাজার মানুষ রয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী দিন রাত এক করে কাজ করছেন।
  • Link to this news (আজকাল)