দ্রুতগতির বন্দে ভারতের সামনে চলে এল বর্ধমান লোকাল, ভাইরাল ভিডিও...
আজকাল | ০২ আগস্ট ২০২৪
মিল্টন সেন: বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে একই লাইনে সামনে দাঁড়িয়ে রয়েছে লোকাল ট্রেন, তার পিছনে দেশের সবথেকে দ্রুত গতির ট্রেন ‘বন্দে ভারত এক্সপ্রেস’। নিমেষের মধ্যে ঘটনার ভিডিও ফোনে রেকর্ড করে নিলেন যাত্রীরা। ঘটনাটি ঘটেছে হাওড়া বর্ধমান কর্ড শাখার শিবাইন্ডী স্টেশনে। গত কয়েক মাসে একের পর এক রেল দুর্ঘটনায় বহু মানুষের প্রাণ হারিয়েছে। তাও নিত্যদিন কোনো না কোনো সমস্যা লেগেই আছে। সিগন্যালিংয়ের সমস্যা, লাইনে সমস্যার জেরে ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি মুম্বই এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির ভয়াবহ সেই দুর্ঘটনার স্মৃতি এখনও উজ্জ্বল। রাজ্যের মুখ্যমন্ত্রী, সম্প্রতি যাত্রী নিরাপত্তা নিয়ে উস্মা প্রকাশ করেছেন।
যদিও এই ঘটনা খুবই স্বাভাবিক বলে জানান পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি।বলেন, অটোমেটিক সিগন্যাল জোনে এমন ঘটনা প্রায়ই ঘটে থাকে। তাদের কাছেও প্রায়দিনই খবর আসে, একই লাইনে ট্রেন দাঁড়িয়ে থাকার। এটা তেমন কোনও বিষয় নয়। তিনি আরও বলেছেন, হাওড়া এবং শিয়ালদা স্টেশনে ট্রেন ঢোকার সময় এমন ঘটনা প্রায়ই ঘটে থাকে। অনেকে এই ছবি তুলে থাকে। এটা খুবই স্বাভাবিক, অটোমেটিক সিগন্যালিংয়ের কারণে একাধিক ট্রেন নিরাপদ দূরত্বে পরপর দাড়িয়ে থাকে। কিন্তু সাধারণ যাত্রীদের প্রশ্ন, হাওড়া থেকে বেরিয়ে যাওয়ার পর মাঝরাস্তায় একই লাইনে দুই ট্রেনের ঘটনা কেন? সেখানে তো আর হাওড়া বা শিয়ালদার মতো ট্রেনের চাপ নেই। এই ধরনের ঘটনা ঘটছে, সেটাও আবার বন্দে ভারতের মতো একটা দ্রুত গতির প্রিমিয়াম বিভাগের ট্রেনের ক্ষেত্রে।