• হাসপাতাল হোক বা স্কুল, সারপ্রাইজ ভিজিট করছেন দিদি নম্বর ওয়ান...
    আজকাল | ০২ আগস্ট ২০২৪
  • মিল্টন সেন,হুগলি : স্কুলে ঢুকে পড়ুয়াদের ক্লাস নিলেন। পড়া বুঝিয়ে দিলেন। দিদিমনি হলেন দিদি নং ওয়ান। আবার ছাত্রদের পড়া ধরলেন। সঠিক উত্তর পেয়ে বললেন ওরা ভাল ছাত্র।

    সেখান থেকে বেরিয়ে সাংসদ পৌঁছন পান্ডুয়া গ্রামীন হাসপাতালে। হাসপাতাল চত্ত্বর ঘুরে দেখার পর সাংসদ রচনা ব্যানার্জি চিকিৎসক মনিশঙ্কর মুখার্জিকে বলেন, "এত বড় হাসপাতালে অথচ অপরিষ্কার রয়েছে। এখানে মানুষ আসেন চিকিৎসা করার জন্য, অসুস্থ হওয়ার জন্য নয়। সাধারণ মানুষ হিসেবে আপনাকে বলছি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা দরকার। আমি পাঁচ বছর আছি। দিদির সঙ্গে কথা বলে কতটা ইমপ্রুভ করা যায় তার চেষ্টা করব। এটা আলাদা ব্যাপার কিন্তু এখন যেভাবে চলছে সেটা চলতে পারে না। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। বাইরে সিকিউরিটি রাখতে হবে। একজন রোগীর জন্য ১০ জন লোক ঢুকতে পারবে না। এটা কোথাও হয় না। প্রত্যেক রোগীর জন্য পাস তৈরি করুন। একজন সেই পাস নিয়ে ঢুকবে আর যদি দুজনকে ঢুকতে হয় তার জন্য স্পেশাল পাস ইস্যু করুন। তাহলে এত কোলাহল হবে না। একটা পেশেন্ট শুয়ে আছে তাঁর সঙ্গে ৫০ জন দাঁড়িয়ে আছে। ওই জন্যই এত কাঁদা, এত নোংরা।" গোটা বিষয়টা নজরদারি চালানোর জন্য পান্ডুয়া ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি সঞ্জয় ঘোষকে দায়িত্ব দেন সাংসদ। বলেন তিনি আবার এক মাস পর আসবেন।
  • Link to this news (আজকাল)