অলিম্পিকের জন্য নয়, শিশুদের জলে 'সেল্ফ ডিফেন্স' তৈরি করতে পুকুরেই বাঁশের তৈরি সুইমিং পুল ...
আজকাল | ০২ আগস্ট ২০২৪
বিভাস ভট্টাচার্য: অলিম্পিকে পাঠানো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য, শিশুদের জলে ডোবা থেকে রক্ষা করা। আর সেই লক্ষ্যেই গ্রামীণ এলাকার পুকুরগুলিতে বিশেষ ধরনের সুইমিং পুল তৈরি করল শিশুদের নিয়ে কাজ করা বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন চাইল্ড ইন নিড ইনস্টিটিউট বা সিনি। গ্রামের পুকুরে তারা বাঁশের সাহায্যে তৈরি করেছে এক বিশেষ সুইমিং পুল বা সাঁতার শেখার জায়গা।