এবার কি টোটো থেকে মুক্তি পেতে চলেছে বহরমপুর শহর? বড় সিদ্ধান্ত প্রশাসনের ...
আজকাল | ০২ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে ক্রমেই বেড়ে চলেছে অবৈধ এবং রেজিস্ট্রেশনবিহীন টোটো চালকের সংখ্যা। শহরে প্রতিদিন বেড়ে চলা অবৈধ টোটোর কারণে যানজটে নাজেহাল হচ্ছেন শহরবাসী।
যদিও সমস্ত ট্যাক্স নিয়মমাফিক নেওয়া হচ্ছে বলেই দাবি করেছেন মুর্শিদাবাদ জেলা আঞ্চলিক পরিবহন আধিকারিক শিবাশিস সরকার। তিনি বলেন, 'আজ টুকটুক ঐক্য মঞ্চের প্রতিনিধিরা কিছু দাবি আমার কাছে পেশ করেছেন। তাদেরকে বলা হয়েছে অতি দ্রুত ই-রিক্সা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে পথচারীদের যদি কোনও ক্ষতি হয় তাহলে তার দায়ভার নিশ্চিত করা যাবে এবং পথচারী আর্থিক ক্ষতিপূরণও পেতে পারেন।' ইতিমধ্যেই প্রায় ২০০ টোটো চালক তাদের রেজিস্ট্রেশন করেছেন। আগামী ১৫ তারিখের মধ্যে বাকিদেরও রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।