• বিধানসভার সরকারি মুখ্য সচেতকের জন্মদিন, নির্মলকে ফুল-মিষ্টি পাঠালেন মমতা, হাতে তুলে দিলেন শোভনদেব...
    আজকাল | ০২ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দলীয় নেতা মন্ত্রীদের সব বিষয়ে বরাবর অভিভাবক সুলভ নজর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জির। বৃহস্পতিবারও তার অন্যথা হল না। বৃহস্পতিবার অর্থাৎ ১ আগস্ট রাজ্যে বিধানসভার সরকারি মুখ্য সচেতক নির্মল ঘোষের জন্মদিন।

    নির্মল ঘোষ পানিহাটির দীর্ঘদিনের বিধায়ক। পরপর সেখান থেকে বিপুল মার্জিনে জয়লাভ করে ধারা বজায় রেখেছেন জয়ের। উল্লেখ্য, দিন কয়েক আগেও বিধানসভায় মুখ্যমন্ত্রীর অপমানে গর্জে উঠেছিলেন তিনি। বিধানসভায় দাঁড়িয়ে বিধায়ক বলেন, বারবার বাংলার প্রতি বঞ্চনার কথা বলতে চেয়েছিলেন, অথচ নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে। বাংলা এর বিরুদ্ধে গর্জে উঠবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
  • Link to this news (আজকাল)