• এস এন ইউ'তে কেমিস্ট্রি অলিম্পিয়াড
    আজকাল | ০২ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ও ইন্ডিয়ান কেমিক্যাল কাউন্সিল যৌথ উদ্যোগে আয়োজন করল কেমিস্ট্রি অলিম্পিয়াড। এস এন ইউ ক্যাম্পাসে এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের ২৩ টি স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এবং ২০ টি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অংশ নেয়।

    তাদের মধ্যে ছিল সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল, বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল, পাঠভবন, যোধপুর পার্ক বয়েজ, সাউথ পয়েন্ট, নিউটাউন স্কুল, ডিপিএস রুবি পার্ক, জিডি বিড়লা সেন্টার অফ এডুকেশন, নারায়ণা স্কুল, ন্যাশনাল ইংলিশ স্কুল, রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, ফালাকাটা, বোলপুর, নবদ্বীপ এবং হুগলি।

    এছাড়া ছিল আলিয়া বিশ্ববিদ্যালয়, আশুতোষ কলেজ, বঙ্গবাসী, বেথুন, আনন্দ মোহন, সিটি কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান অ্যাসেসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স, টেকনো ইন্টারন্যাশনাল নিউটাউন এবং এসএনইউ। ২ আগস্ট আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিনে এর ফল ঘোষণা করা হবে। সেদিন অনুষ্ঠানটি হবে এসএনইউ-তে।
  • Link to this news (আজকাল)