• ওয়েনাড পরিদর্শনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল, জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ...
    আজকাল | ০২ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : কেরালার ধসবিধ্বস্ত এলাকা পরিদর্শনে এবার যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। এদিন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি নিজের সামাজিক মাধ্যমে জানান, ওয়েনাডের ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। এটি একটি গভীর বিপর্যয়। মানবিকতার স্বার্থে আমাদের দুই সদস্যের প্রতিনিধি দল যাবে সেখানে। এই দলে থাকবেন সাংসদ সাকেত গোখলে এবং সুস্মিতা দেব। ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখবে এই প্রতিনিধি দল, সেখানে তাঁরা দুদিন থাকবে এবং যাবতীয় সহায়তার কাজ দেখবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে গভীর সমবেদনা রইল।

    প্রসঙ্গত, বৃহস্পতিবারই ওয়েনাডের বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। এদিন দুজন গিয়ে দেখা করলেন অসহায় মানুষগুলির সঙ্গে। এই ধসের ঘটনায় ইতিমধ্যে ২৫৬ জনের মৃত্যু ঘটেছে। আহতের সংখ্যা ২০০ পার। 
  • Link to this news (আজকাল)