আজকাল ওয়েবডেস্ক: লোকসভায় ফল ভাল হয়নি। বিপর্যয় মানুষকে ঐক্যবদ্ধ করে। বঙ্গ বিজেপিও কী সেই কারণেই বিবাদ ভুলে একমঞ্চে একডাকে মিলতে চাইছে? বৃষ্টিভেজা শহরে বিধানসভার অধিবেশন চলাকালীন এমনই এক ইঙ্গিত মিলল শুভেন্দু-দিলীপের সৌজন্য বিনিময়ে। উপলক্ষ্য বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে পরাজিত বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের জন্মদিন। বার্থডে বয়কে কেক মিষ্টি খাওয়ানোর পাশাপাশি উত্তরীয় পরিয়ে শুভেন্দু যেন বলতে চাইলেন ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’।
এদিন ছিল দিলীপের ৬০তম জন্মদিন। আর সেই জন্মদিনই ধুমধাম করে পালিত হল বিরোধী দলনেতার ঘরে। দেখা গেল, কেক-মিষ্টি খাইয়ে দিলীপকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন শুভেন্দু। উপস্থিত বাকি একজনের থেকে চেয়ে নিলেন উত্তরীয়। দিলীপের মুখে মৃদু হাসি। পাশে দাঁড়ানো অগ্নিমিত্রার সঙ্গে ভাগ করে নিলেন কেক। ঠাট্টা করে বলছেন দু’একটা কথাও। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষও ছিলেন অনুষ্ঠানে। সব মিলিয়ে যেন পাওয়া যাচ্ছে এক নতুন সমীকরণের ইঙ্গিত। এমনতি দিলীপ ঘোষ বিধায়ক না হলেও বিধানসভায় মাঝেমাঝেই আসেন। এদিনও তেমনই এসেছিলেন। শুভেন্দু কী সারপ্রাইজ দিলেন দিলীপকে? বার্থ ডে সারপ্রাইজ! সে কথা অবশ্য জানা নেই। তবে হাল ফেরাতে বিজেপি সংগঠনে রদবদল করতেই পারে, এদিনের পর সে জল্পনা যেন আরও বেড়ে গেল।