• মন্ত্রীর সই জাল করে টিকিট কনফার্ম করার চেষ্টা, হাওড়ায় বিরাট শোরগোল
    হিন্দুস্তান টাইমস | ০২ আগস্ট ২০২৪
  • দূরপাল্লার ট্রেনের টিকিট অনেক সময়ই কনফার্ম হয় না। তবে মন্ত্রীর সুপারিশ করা চিঠি থাকলে অনেক সময় টিকিট কনফার্ম হয়ে যায়। সেই মতোই রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়ের লেটারহেডে একটি চিঠি গিয়েছিল দক্ষিণ পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজারের কাছে। গত ৩০ জুলাই হাসিবুল মল্লিক নামে এক ব্যক্তি এই চিঠি জমা দিয়েছিলেন। শালিমার এলটিটি এক্সপ্রেসের স্লিপার ক্লাসে হাসিবুল সহ দুই যাত্রীর টিকিট ছিল। ৩১শে জুলাইয়ের ট্রেনের সেই টিকিট কনফার্ম করিয়ে দেওয়ার জন্য সুপারিশ পত্র জমা দেওয়া হয়েছিল। কিন্তু এই চিঠির বিষয়টি জানতে পারেন খোদ মন্ত্রী। কিন্তু তিনি বুঝতে পারেন এই লেটার হেডও তাঁর নয়। আবার এই যে সই সেটাও তাঁর নয়। তাহলে কারা দিল এই চিঠি? 

    এরপরই হাওড়া মধ্য যুব তৃণমূলের সভাপতি অভিষেক চট্টোপাধ্য়ায় শিবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আসলে মন্ত্রীর সই জাল করে টিকিট কনফার্ম করার চেষ্টা করা হয়েছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গোটা ঘটনায় একটা চক্র কাজ করছে। কতদিন ধরে এই চক্র কাজ করছে সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। 

    এদিকে মন্ত্রীর ব্যক্তিগত সচিবও এনিয়ে হাওড়ার পুলিশ কমিশনারের কাছে জানিয়েছেন। মূলত যেভাবে লেটারহেড নকল করা হয়েছে, যেভাবে মন্ত্রীর সই নকল করার চেষ্টা করা হয়েছে তা উদ্বেগের। কারণ এই প্রবণতা চলতে থাকলে আগামী দিনে মন্ত্রী নাম করে লেটারহেড ব্যবহার করে বড় চক্রান্ত করা হতে পারে। এনিয়ে তদন্ত চান মন্ত্রীও। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)