• সাপের কামড় খেয়েছিলেন যুবক, খাওয়ানো হল মন্ত্রপূত জল, তারপর? ...
    আজকাল | ০২ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তুকতাকে বিশ্বাসী পরিবার। তাই সাপে কামড়ানোর পর হাসপাতালে না নিয়ে গিয়ে নিয়ে যাওয়া হল স্থানীয় একটি ধর্মস্থানে 'জলপড়া' খাওয়াতে। কাজ হয়নি। তাই শেষপর্যন্ত যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম তপন মুর্মু (২৬)। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরে। 

    জানা গিয়েছে, মৃতের বাড়ি জামালপুরের রঙ্কিনী মহলার কাছে। পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা নাগাদ খড়ের গাদা থেকে খড় বের করার সময় তাঁকে একটি বিষধর সাপ কামড়ায়। এরপর নিরাময়ের জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় একটি ধর্মস্থানে। সেখানে তাঁকে 'মন্ত্রপূত' জল খাওয়ানো হয়। কিন্তু তাতে কোনও কাজ না হওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় জামালপুর হাসপাতালে। 

    কিন্তু ততক্ষণে নেতিয়ে পড়েছেন তপন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের দাদা কালিপদ মুর্মু জানান, কী করা উচিত বুঝতে না পেরে ভাইকে নিয়ে ওই ধর্মস্থানে মন্ত্রপূত জল খাওয়াতে নিয়ে গেছিলাম। কোনও কাজ না হওয়ায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অকালে ভাইকে হারালাম।'
  • Link to this news (আজকাল)