অগস্ট-সেপ্টেম্বরে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস
এই সময় | ০২ আগস্ট ২০২৪
দুই মাসে বৃষ্টির বাম্পার ইনিংস। অনেকটাই মিটতে পারে ঘাটতি। শুক্রেও দিনভর দুর্যোগের সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। শনিবার থেকে কিছুটা স্বাভাবিক হবে পরিস্থিতি। এই বর্ষায় দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের ঘাটতি। তা প্রায় ৪২ শতাংশ। অগস্ট এবং সেপ্টেম্বর মাসে সেই ঘাটতি অনেকটাই মিটতে পারে বলে পূর্বাভাস। এদিকে উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে ৪৬ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। চলতি বছর স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুর, মালদা, বীরভূম এবং মুর্শিদাবাদে।আজ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টিপাত?
শুক্রবার ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।। দক্ষিণবঙ্গে একাধিক জেলায় দৃশ্যমানতা কমতে পারে। শনিবার থেকে কিছুটা উন্নতি হতে পারে পরিস্থিতির। কমতে পারে বৃষ্টিপাত। তবে অগস্ট মাসজুড়ে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
সকাল থেকেই শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা। শুরু হয়েছে বৃষ্টিপাত। দিন এবং রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নীচে। আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে।
এ দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি সেলসিয়াস কম এবং এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯১ শতাংশ।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
এই বর্ষায় উত্তরবঙ্গে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হয়েছে। কিন্তু, অগস্টে কিছুটা বদলাতে পারে দৃশ্যটা। তবে শুক্রবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পঙে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। শনিবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। রবিবার আলিপুরদুয়ার এবং কালিম্পঙে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে।