আড্ডার মাঝে আচমকা চলল গুলি! গুলিবিদ্ধ দ্বাদশ শ্রেণির ছাত্র, ব্যাপক চাঞ্চল্য আসানসোলে ...
আজকাল | ০২ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: মাঠের সামনে দাঁড়িয়ে গল্প করছিলেন কয়েকবন্ধু। আচমকা চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে বন্ধুদের সামনে লুটিয়ে পড়লেন এক কিশোর। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে আসানসোলে।
আহত আদিত্যর মা নির্মলা মণ্ডল বলেন, 'যে গুলি করেছে, তার নাম গণেশ সাউ। আদিত্য হাসপাতালে যাওয়ার পথে তাঁকে এই কথা বলে দিয়ে গেছে। গণেশের সঙ্গে আদিত্যর কোনও দিনও বন্ধুত্ব ছিল না। একই পাড়ার ছেলে বলে রাতেরবেলায় কিছুক্ষণ বসে গল্প করত সেবা সমিতির মাঠে।'