৩০ ডিগ্রির নিচে পারদ, আজও দুর্যোগের ঘনঘটা বাংলায়, দুর্ভোগ আর কতদিন? ...
আজকাল | ০২ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বর্ষার ঝোড়ো ব্যাটিং বাংলায়। জুন, জুলাইয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির ব্যাপক ঘাটতি ছিল। আগস্টের শুরুতেই আবহাওয়ার বিরাট বদল। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে একটানা মুষলধারে বৃষ্টি। যার জেরে নিম্নমুখী তাপমাত্রার পারদ। স্বস্তি ফিরলেও, বৃষ্টি থেকে এখনই রেহাই পাওয়া যাবে না। আরও সাতদিন বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সর্তকতা রয়েছে। শনিবার থেকে উপরের পাঁচ জেলাতেই বাড়বে বৃষ্টির দাপট। ৫ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে ভারি বৃষ্টি চলবে।