আদালত চত্বরেই পুলিশের সঙ্গে গুলির লড়াই, বিহার থেকে বাংলায় ঢুকে গ্রেপ্তার ...
আজকাল | ০২ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: আদালত চত্বরেই সঙ্গীকে ছাড়িয়ে নিতে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। গুলি লেগেছিল বিহার পুলিশের এক কনস্টেবলের শরীরে। সেইসঙ্গে আহত হয়েছিল পুলিশের হেফাজতে থাকা অভিযুক্ত ফোটু খান। বিহারের গয়ার শেরঘাটি আদালত চত্বরে এই ঘটনার পর বাংলায় এসে লুকিয়েছিল দুষ্কৃতীরা।