• রেশন 'দুর্নীতি' মামলায় ED-র হাতে গ্রেপ্তার আরও ২
    এই সময় | ০২ আগস্ট ২০২৪
  • রেশন 'দুর্নীতি' মামলায় গ্রেপ্তার আনিসুর রহমান এবং তাঁর ভাই আলিফ নুর। বৃহস্পতিবার ১৪ ঘণ্টা ম্যারাথন জেরা করা হয় তাঁদের। এরপর গভীর রাতে তাঁরা গ্রেপ্তার হন ইডির হাতে। শুক্রবার তাঁদের আদালতে তোলা হবে। তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এ দিন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ধৃতরা রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী বাকিবুর রহমান ঘনিষ্ঠ।উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই রেশন দুর্নীতি মামলায় তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইতিমধ্যেই এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে ব্যবসায়ী বাকিবুর রহমানকে। এই মামলায় বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল দেগঙ্গার বাসিন্দা আনিসুর রহমান এবং তাঁর ভাই আলিফ রহমানকে। তাঁরা বেলা ১২টা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। টানা ১৪ ঘণ্টা তাঁদের জেরা করা হয়। এরপর তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আনিসুর এবং আলিফের সঙ্গে বাকিবুরের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে সন্দেহ তদন্তকারীদের। তবে গোটা ঘটনাটি তদন্তসাপেক্ষ বলেই জানাচ্ছেন তাঁরা।

    প্রসঙ্গত, ভোট মিটতেই ফের একবার রেশন দুর্নীতি মামলা নিয়ে ফের সক্রিয় ইডি। গত সোমবার ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়ি এবং অফিসে তল্লাশি চালান তদন্তকারীরা। এদিনই দেগঙ্গার মুকুল রহমান ও আনিসুর রহমানের বাড়িতে চালানো হয় তল্লাশি। এবার গ্রেপ্তার করা হল আনিসুর এবং আলিফকে। এদিন ইডি দফতরে ডাকা হয়েছে বারিক বিশ্বাসকে। তার বাড়ি থেকে একাধিক নথি উদ্ধার হয়েছিল বলে সূত্রের খবর। এবার সেই বারিককে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন গোয়েন্দারা।

    উল্লেখ্য, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কেন্দ্র সরকার, দীর্ঘদিন ধরেই এই অভিযোগ তুলছে রাজ্যের শাসক দল তৃণমূল। বহুবার এই অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। যদিও এই যাবতীয় দাবি খারিজ করে দিয়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতাদের পাল্টা যুক্তি ছিল, এজেন্সি নিয়ম মেনে তদন্ত করে। সেখানে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ নেই।
  • Link to this news (এই সময়)