• ধস নামল রেললাইন ঘেঁষে, আতঙ্কিত যাত্রীরা, টানা বৃষ্টিই কারণ? ...
    আজকাল | ০২ আগস্ট ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: আতঙ্ক কিছুতেই যাত্রীদের পিছু ছাড়ছে না। কখনও রেল দুর্ঘটনা, কখনও আবার একই লাইনে দুই গাড়ি। গত কয়েক বছরে দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক বিপর্যয়। প্রত্যেক ক্ষেত্রেই বার বার উঠে এসেছে যাত্রী সুরক্ষার প্রসঙ্গ। এবারে আবার নতুন বিপর্যয়ের বার্তা। রেল লাইনে ধসকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে। ধস নামলো রেল লাইন ঘেঁষে।

    তার কয়েক মাস আগেই কাঞ্চনজঙ্ঘা একপ্রেস দূর্ঘটনা। এভাবেই দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ট্রেন দুর্ঘটনার খবরে রীতিমত আতঙ্কিত যাত্রীরা। এমন পরিস্থিতিতে রেল লাইনে ধসের খবর যাত্রী মহলে যথেষ্ট প্রভাব ফেলেছে। দেবীপুর এলাকায় রেল লাইন সংলগ্ন ১৫ থেকে ২০ ফুট এলাকা জুড়ে ধস নেমেছে। কংক্রিটের স্লিপার সহ পাশের পুকুরে পড়েছে। ধসের ফলে লাইনের পাশে থাকা ফলন্ত পেঁপে বাগান, একাধিক গাছ সহ কচুবনের একটি বড় অংশ পুকুরে তলিয়ে গিয়েছে। রেল লাইনের বেশ কিছুটা অংশ স্লিপার সহ মাটি ধসে পড়ায় চিন্তিত স্থানীয় বাসিন্দারা অবিলম্বে ধস মেরামত করার দাবি করেছেন। ঘটনাস্থলে রেলের ইঞ্জিনিয়ারদের পাশাপাশি রয়েছেন আরপিএফ কর্মীরাও।
    ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)