• সুবোধ সিংয়ের নির্দেশে ব্যবসায়ীকে খুন করতে দক্ষিণেশ্বরে লুকিয়ে ছিল শুটাররা, হোটেল থেকে ধরল পুলিশ ...
    আজকাল | ০২ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বড়সড় সাফল্য এল রাজ্য পুলিশের। বিহারের কুখ্যাত অপরাধী সুবোধ সিংয়ের দুই শার্প শুটারকে গ্রেপ্তার করল তারা। সেইসঙ্গে তাদের থেকে উদ্ধার হয়েছে দুটি পিস্তল। বৃহস্পতিবার রাতে দক্ষিণেশ্বর এলাকায় একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। ধৃতরা অমিত কুমার এবং সুমন কুমার বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শুক্রবার তাদের ব্যারাকপুর আদালতে পেশ করা হবে। 

    ব্যারাকপুর এলাকার রেস্তোরাঁ মালিক তাপস ভগতের কাছে বিরাট অঙ্কের টাকা দাবি করে বিহারে জেলবন্দি মাফিয়া ডন সুবোধ সিং। তদন্তে নেমে পুলিশ সুবোধকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি নিয়ে বিহার থেকে এরাজ্যে নিয়ে আসে। খোঁজ করে পুলিশ দেখে তাপস ভগতকে মারার জন্য ইতিমধ্যেই বিহার থেকে পাঁচ শার্প শুটারকে সুবোধ এরাজ্যে পাঠিয়েছে। 

    এই শুটারদের খোঁজে নামে পুলিশ।‌ জানতে পারে দক্ষিণেশ্বর এলাকায় একটি হোটেলে তারা উঠেছে। সেই অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে ওই হোটেল ঘিরে তল্লাশি চালানোর সময় পাঁচ অভিযুক্তর মধ্যে তিনজন পালিয়ে যায়। পালাতে পারেনি অমিত ও সুমন। তাদের ধরে ফেলে পুলিশ।
  • Link to this news (আজকাল)