• জলে জেরবার জীবন, কোথাও রাস্তা গেল তলিয়ে, কোথাও স্কুলের ভেতর একহাঁটু জল...
    আজকাল | ০২ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণবঙ্গে বৃষ্টি এসেছে দেরিতে। তবে জুলাই আগস্টের বর্ষণে একপ্রকার জেরবার বাঁকুড়া-দুর্গাপুর-ক্যানিং-কুলটি। শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে। গত কয়েকদিনের টানা বর্ষণে একাধিক জায়গার জনজীবন বিপর্যস্ত একপ্রকার।

    হাওয়া অফিস জানিয়েছে, দিনভর কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারি বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়ায়। আগামী ৭ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি হবে। কোথাও কোথাও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতেও শুক্রভার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরের পাঁচ জেলাতেই বৃষ্টি বাড়বে সপ্তাহের শেষে।
  • Link to this news (আজকাল)