• ‌টানা বৃষ্টিতে ভূমিধস, এই লাইনে বিপর্যস্ত ট্রেন পরিষেবা
    আজকাল | ০২ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ টানা বৃষ্টির জের। ভূমিধস হাওড়া–বর্ধমান মেন লাইনে। বিপর্যস্ত ট্রেন চলাচল। জানা গেছে, চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে দেবীপুর এলাকায় তিন নম্বর লাইনের পাশে টানা বৃষ্টির জেরে ধস নামে। সকাল থেকে পরিষেবা বিপর্যস্ত হলেও এখন ধীরগতিতে চলছে ট্রেন। 

    রেল সূত্রে জানা গেছে, ওই এলাকায় বৃহস্পতিবার রাতেই নেমেছিল ধস। রাতের ঘটনাস্থলে যান রেলকর্মীরা। চুঁচুড়া স্টেশনে ঢোকার আগে হোম সিগন্যালের কাছে দাঁড় করিয়ে দেওয়া হয় দুন এক্সপ্রেসকে। প্রায় ৩০ মিনিট পর ট্রেনটিকে ছাড়া হয়, ফিট সার্টিফিকেট পাওয়ার পর। জানা গেছে দেবীপুরে আপ লাইনের কাছে মাটি ধসে গিয়েছে। তার জেরে রেললাইনের পাশে পড়ে থাকা স্লিপার নীচে গড়িয়ে যায়। শুক্রবার সকালেও চন্দননগরে বেশ কিছুক্ষণ হুল এক্সপ্রেসকে দাঁড় করিয়ে রাখা হয়। ঘটনাস্থলে যান রেলের ইঞ্জিনিয়ারেরা। লাইন পরীক্ষার পর আপ ট্রেন ধীর গতিতে চালানো হচ্ছে। 



  • Link to this news (আজকাল)