হাওড়ায় জমা জলে বিপত্তি, বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু তরুণীর...
আজকাল | ০২ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ফের জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির সাক্ষী থাকল বাংলা। হাওড়ার সালকিয়ায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক তরুণীর। মৃতের নাম, পূরবী দাস। ২২ বছরের ওই কলেজ ছাত্রীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তাঁর বাবাও। বর্তমানে ভর্তি আছেন হাসপাতালে।
ঘটনার তদন্ত শুরু করেছে মালিপাঁচঘড়া থানার পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তরুণীর বাবার দোকানের সামনের বাতিস্তম্ভ থেকে বৈদ্যুতিক তার কাটা অবস্থায় ঝুলছিল। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।