• বেআইনি নির্মাণের বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে তৎপরতা, যৌথ দল গঠনের নির্দেশ হাই কোর্টের
    প্রতিদিন | ০২ আগস্ট ২০২৪
  • গোবিন্দ রায়: পূর্ব কলকাতায় বহু জলাভূমি বুজিয়ে গড়ে উঠেছে আবাসন। যা আদতে বেআইনি। এবার বেআইনি নির্মাণগুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে এবার যৌথ দল গঠনের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট(Calcutta HC)।

    গার্ডেনরিচ কাণ্ডের পর থেকেই বেআইনি নির্মাণ নিয়ে কড়া রাজ্য ও আদালত। একাধিক নির্মাণ ফাঁকা করার ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। কিন্তু বেআইনি নির্মাণগুলি চিহ্নিত করে সেগুলি বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্দেশ দিলেও তা কার্যকর করতে পারেনি সিইএসসি ও ডব্লুবিএসইডিসিএল। সমস্ত বেআইনি নির্মাণ এখনও চিহ্নিত না হওয়ায় নির্দেশ কার্যকর করা যাননি বলে একযোগে জানিয়েছে জানিয়েছে দুই বিদ্যুৎ প্রদানকারী সংস্থা।

    এর পরই যৌথ দল গঠন করে বেআইনি নির্মাণ চিহ্নিত করে সেগুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। অভিযোগ, পূর্ব কলকাতায় জলাভূমিতে অন্তত ৫৫০টি বেআইনি নির্মাণ রয়েছে। বৃহস্পতিবার আদালতের নির্দেশ, পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষ, সিইএসসি ও ডব্লুবিএসইডিসিএল যৌথভাবে অনুসন্ধান করে বেআইনি নির্মাণ চিহ্নিত করবে।
  • Link to this news (প্রতিদিন)