• অগ্নিকাণ্ডের পর কবে খুলছে অ্যাক্রোপলিস মল? মুখ খুলল কর্তৃপক্ষ
    এই সময় | ০২ আগস্ট ২০২৪
  • গত ১৪ জুন আগুন লেগেছিল কসবার অ্যাক্রোপলিস মলে। এরপর থেকেই শহরের এই জনপ্রিয় মলটি বন্ধ ছিল। কিন্তু, এবার নির্দিষ্ট দিনে ফের চালু হতে চলেছে অ্যাক্রোপলিস মল। কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে তারিখও।অ্যাক্রোপলিস মল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, আগামী ৩ অগস্ট খুলতে চলেছে ৯০ শতাংশ দোকান। তবে হপিপোলা, চিলিস, টাইম জোন এখনই খুলছে না। অ্যাক্রোপলিস মলের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই মল চালু করার জন্য দমকল দফতর অনুমতি দিয়েছে। যেহেতু সংস্কার কাজ চলছে সেই কারণে কিছু ব্র্যান্ড কয়েকদিন পর খুলবে। তবে ৯০ শতাংশ মলই খুলে যাবে ৩ অগস্ট। ২৯ জুলাই মল খোলার জন্য অনুমতি দেয় দমকল দফতর। তারপর থেকেই অ্যাক্রোপলিস কর্তৃপক্ষ এই শপিং মল খোলার জন্য তোড়জোড় শুরু করে দেয়।

    অগ্নিকাণ্ডের পর দীর্ঘদিন বন্ধ অ্যাক্রোপলিস মল। সেই সময় তড়িঘড়ি মল খালি করা হয়েছিল। কীভাবে আগুন লাগে অ্যাক্রোপলিস মলে? তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় দমকল দফতর। আগেই সেখানে পাঁচ থেকে ২০ তলা চালু করার অনুমতি দেওয়া হয়েছিল। এরপর পুরো মলটি খোলানোর জন্য অনুমতি চাওয়া হয়েছিল। সেই অনুমতি দেওয়া হয়েছে দমকল দফতরের তরফে।

    ২০১৫ সালে দক্ষিণ কলকাতার এই শপিং মল চালু হয়েছিল। এরপর থেকেই বহু মানুষ প্রতিদিন সেখানে যান। এই শপিং মল চালু থাকলে তার আশেপাশে ছোট খাবারের দোকান, পোশাকের দোকানগুলিও পরোক্ষভাবে উপকৃত হয়। পাশাপাশি শপিং মলের মধ্যে প্রতিদিন বিপুল অঙ্কের ব্যবসা হয়ে থাকে।

    প্রায় চার হাজার মানুষের জন্য রুটি রুজির জোগান দেয় অ্যাক্রোপলিস মল, দাবি কর্তৃপক্ষের। ফলে দীর্ঘ সময় মলটি বন্ধ থাকার কারণে বাণিজ্যিক দিক থেকে বিস্তর ক্ষতি হচ্ছিল। শপিং মলটির ৯০ শতাংশ অংশ চালু হলে বহু মানুষ উপকৃত হবেন। বাণিজ্যিক লাভও হবে বিস্তর। তবে কিছু দোকান সংস্কার কাজের জন্য ৩ তারিখে খুলছে না।
  • Link to this news (এই সময়)