• বারো বছরের পুরনো ঘটনায় নবদ্বীপে ইসকনের প্রাক্তন আধিকারিককে গ্রেফতার করল পুলিশ
    হিন্দুস্তান টাইমস | ০২ আগস্ট ২০২৪
  • লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের অন্যতম কর্ণধার ইসকনের প্রাক্তন আধিকারিক জয়ন্ত সাহা ওরফে জগদ্ধাত্রী দাসকে গ্রেফতার করল পুলিশ। ১২ বছরের পুরনো একটি জমি সংক্রান্ত মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার তাঁকে কৃষ্ণনগর আদালতে পেশ করে পুলিশ। অভিযোগ অস্বীকার করেছেন ধৃতের স্ত্রী।


    পড়তে থাকুন - হামলা সত্ত্বেও সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রুখলেন মহিলা BSF কনস্টেবল

    মায়াপুর ইসকনের জমি সংক্রান্ত দায়িত্বে ছিলেন জগদ্ধাত্রী দাস। বৃহস্পতিবার দুপুরে তাঁকে পুলিশ রাস্তা থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। কয়েক ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেফতার করে পুলিশ।

    জগদ্ধাত্রী দাসের স্ত্রী জানিয়েছেন, আমার স্বামীকে থানায় তুলে নিয়ে গিয়েছিল। খবর পেয়ে আমি থানায় থানায় গেলে আমাকে দেখা করতে দেয়নি। রাতে গ্রেফতারির পর আমি ওর সঙ্গে দেখা করতে পারি।


    জানা গিয়েছে, ১২ বছরের পুরনো একটি ঘটনায় তৃণমূলের দখল করা বামুনপুকুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জগদ্ধাত্রী দাসের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন। জমি দখল করে অবৈধ নির্মাণের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে নবদ্বীপ থানার পুলিশ। জমির চরিত্র বদল না করেই তিনি জমি বিদেশিদের কাছে বিক্রি করেছেন বলে অভিযোগ। গত বছর লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের অন্যতম কর্ণধার ছিলেন তিনি। সেজন্যই ইসকনের এই আধিকারিক রাজরোষে পড়লেন কি না সেই প্রশ্ন উঠছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)