• কয়েকদিন পর ফিরহাদ হিন্দুদের বলবেন পশ্চিমবঙ্গ ছেড়ে বেরিয়ে যাও, দাবি শংকর ঘোষের
    হিন্দুস্তান টাইমস | ০২ আগস্ট ২০২৪
  • তাঁর ‘অমুসলিমরা দুর্ভাগ্যের শিকার’ মন্তব্য নিয়ে প্রবল শোরগোলের মধ্যেই ফের একবার বিতর্কে রাজ্যর পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এবার বিজেপি বিধায়কদের বিধানসভা থেকে বেরিয়ে যেতে বলার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। শুক্রবার এই অভিযোগ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ।


    পড়তে থাকুন - হামলা সত্ত্বেও সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রুখলেন মহিলা BSF কনস্টেবল

    ‘অমুসলিমরা দুর্ভাগ্যের শিকার’ এই মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে মন্ত্রী ফিরহাদ হকিমকে বিধানসভার অভ্যন্তরে বয়কটের ডাক দিয়েছিল বিজেপি। ফিরহাদকে বিজেপি বিধায়করা কোনও প্রশ্ন করবেন না বলে জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকী বিধানসভায় ফিরহাদ বক্তব্য রাখলে বিজেপি বিধায়করা ওয়াক আউট করবেন বলে জানিয়েছিলেন তিনি। 

    ঘোষণা মতো গত বুধবার ফিরহাদ বলতে উঠলেই বিধানসভা থেকে বেরিয়ে যাচ্ছিলেন বিজেপি বিধায়করা। শংকরবাবু জানিয়েছেন, বার বার বিজেপি বিধায়কদের এই আচরণে মেজাজ হারান ফিরহাদ। এর পর এক প্রশ্নের উত্তর দিতে উঠলে বিজেপি বিধায়করা যখন বিধানসভা থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নিচ্ছেন তখন তাঁদের উদ্দেশ করে ‘গেট আউট’ বলেন ফিরহাদ। 


    মন্ত্রীর সেই বক্তব্যের প্রতিবাদে শুক্রবার সোশ্যাল মিডিয়ায় শংকরবাবু লেখেন, ‘আজ ফিরহাদ হাকিম সমস্ত বিজেপি বিধায়কদের বলেছেন বিধানসভা থেকে বেরিয়ে যান। আগামী দিনে কি তিনি পশ্চিমবঙ্গের হিন্দুদের বলবেন পশ্চিমবঙ্গ ছেড়ে বেরিয়ে যাও?’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)