• কলকাতা হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে দেব, পড়তে পারেন বড় সড় বিপদে
    হিন্দুস্তান টাইমস | ০২ আগস্ট ২০২৪
  • লোকসভা ভোটে ঘাটাল কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে হিরণ চট্টোপাধ্যায়ের দায়ের করা কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনকে ওই কেন্দ্রের নির্বাচন সংক্রান্ত যাবতীয় নথি সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার মামলাটির শুনানিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি বিভাস পট্টনায়ক।


    পড়তে থাকুন - হামলা সত্ত্বেও সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রুখলেন মহিলা BSF কনস্টেবল

    লোকসভা ভোটে ঘাটাল কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব পেয়েছিলেন ৮ লক্ষ ৩৭ হাজার ৯৯০টি ভোট। প্রতিপক্ষ বিজেপির হিরণ চট্টোপাধ্যায় পেয়েছিলেন ৬ লক্ষ ৫৫ হাজার ১২২টি ভোট। গত ৪ জুন ভোটের ফল প্রকাশের পর দেবের বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ করেন হিরণ। কলকাতা হাইকোর্টে নির্বাচনী পিটিশন দায়ের করেন তিনি। সেই মামলার শুনানি ছিল শুক্রবার।

    মামলার শুনানিতে বিচারপতি পট্টনায়ক নির্দেশ দেন ঘাটাল কেন্দ্রের ইভিএম, সিসিটিভি ফুটেজ ও যাবতীয় নথি সংরক্ষণ করতে হবে নির্বাচন কমিশনকে। এই মামলায় সংশ্লিষ্ট সবাইকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। জানিয়েছেন, মামলার পরবর্তী শুনানি ৬ সেপ্টেম্বর।

    একই রকম ভাবে বসিরহাটে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তৃণমূল প্রার্থী হাজি নুরুলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। সেই মামলাতেও ইভিএম, সিসিটিভি ফুটেজসহ যাবতীয় নথি সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে আদালত। ৪ অগাস্ট সেই মামলার শুনানি।


    ২০২১ সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলার আজও নিষ্পত্তি হয়নি। এবার হিরণ ও রেখা পাত্রের করা মামলাগুলির কী পরিণতি হয় সেটাই দেখার।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)