হাওড়ায় বাবার সামনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২১ বছরের তরুণীর মৃত্যু
এই সময় | ০৩ আগস্ট ২০২৪
বাবার সঙ্গে জন্মদিনের নিমন্ত্রণ খেতে বেরিয়েছিলেন হাওড়ার সালকিয়ার তরুণী। কিন্তু, গন্তব্যে পৌঁছনো হয়ে ওঠেনি তাঁর। মাঝপথেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় পৌরবী দাসের (২১)। তাঁর বাড়ি হাওড়ার শম্ভুনাথ ব্যানার্জি লেনে। বৃহস্পতিবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মালিপাঁচঘরা এলাকার ৮০ নম্বর ভৈরব ঘটক লেনের বাসিন্দা পৌরবী দাসের। তিনি জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিলেন। রাস্তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। জমা জলে লুটিয়ে পড়েন। মেয়েকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন বাবা তারক দাসও। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভৈরব ঘটক লেনে নিমন্ত্রণ বাড়ি ছিল পৌরবীর। তাঁর মাথায় ছাতা ছিল। বৃষ্টির জন্য কমেছিল দৃশ্যমানতাও। সেই সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হন পৌরবী। উল্টো দিকের দোকানে দাঁড়িয়েছিল তাঁর বাবা। তিনি দৌড়ে এসে মেয়েকে তোলার চেষ্টা করেন। কিন্তু, ছিটকে যান তিনি। স্থানীয়রাই ওই তরুণীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
শুক্রবার ঘটনাস্থলে যান সিইএসসির আধিকারিকরা। তাঁরা জানান, ঘটনাস্থলে একটি বহুতল নির্মাণ হচ্ছিল। এই নির্মাণস্থলের মিটার থেকে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল কিছু দূরের একটি ভগ্নপ্রায় বাড়িতে। সেই তার ছিঁড়েই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
Loading ...
বারবার সচেতন করা সত্ত্বেও সিইএসসির গাইডলাইন মানছেন না অনেকেই, অভিযোগ এমনটাই। এ দিন সংশ্লিষ্ট বহুতলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী অভিযোগ করেন, ওই বহুতল থেকে অবৈধভাবে বিদ্যুতের লাইন দেওয়া হয়েছিল। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য সিইএসসিকে বলেছেন তিনি। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি বলেন, পুলিশ ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। কোনও গাফিলতি থাকলে কড়া পদক্ষেপ করা হবে।
স্থানীয়দের একাংশের অভিযোগ, ৮০ নম্বর ভৈরব ঘটক লেনের নির্মীয়মাণ বহুতলটি বেআইনি। তাঁদের আরও অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই জল জমে যায় সেখানে। এই বিষয়ে উদাসীন পুরসভা, অভিযোগ এমনটাই। পুর প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, 'নিকাশি ব্যবস্থার আগের থেকে অনেক উন্নতি হয়েছে। যদি ওই বহুতলটি বেআইনি হয় সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’