আজকাল ওয়েবডেস্ক: আছড়ে পড়ল ঝড়। মাত্র ৩০ সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড উত্তর ২৪ পরগণার বসিরহাটের এক বিস্তীর্ণ এলাকা। স্বরূপনগরের তরুণীপুরে আচমকা ধেয়ে আসা এই প্রবল হাওয়ায় ভেঙে গেল ৩০টির বেশি ঘরবাড়ি। বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট। ব্যাপক ক্ষতির মুখোমুখি চাষী-সহ সাধারণ গৃহস্থ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে যখন বৃষ্টি পড়ছিল তখন অল্প অল্প করে হাওয়া বইতে থাকে।
ঝড়ের দাপটে গাছপালা উল্টে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। পটল, পেঁপে, কাঁকরোল বা অন্যান্য গাছ ভেঙে যাওয়া ছাড়াও উপড়ে গিয়েছে গোড়া থেকে। এই অঞ্চলের অধীবাসীদের একটি বড় অংশের জীবিকা চাষাবাদ। ফসলের এই ক্ষয়ক্ষতিতে মাথায় হাত তাঁদের।