জ্যান্ত কৈ গলায় আটকে কী কাণ্ড! মাছ নিয়ে সাবধান না হলে কিন্তু বিপদ...
আজকাল | ০৩ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: প্রাণ নিল কৈ মাছ। দু’হাতে দুটি কৈ মাছ। আরেকটি ধরার জন্য একটি মাছ মুখে দাঁত দিয়ে কামড়ে ধরলেন। তৃতীয় মাছটি ধরার জন্য যখন চেষ্টায় ছিলেন তখন অসাবধানতাবশত মুখের মাছটি গলায় ঢুকে যায়। মাছ বের করার জন্য দ্রুত তাঁকে নিয়ে হাসপাতালের পথে রওনা হয় তাঁর স্ত্রী। শেষরক্ষা হয়নি। পথেই মারা যান ওই ব্যক্তি। মৃতের নাম সাগর রায় (৩৫)। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরে।
পথেই মারা যান তিনি। ঘটনার পর স্থানীয়রা জানান, গোটা ঘটনাটা একেবারেই আচমকা ঘটে গেল। সামান্য একটি কৈ মাছ যে এত বড় বিপদ ডেকে আনবে কে জানত!