• টানা বৃষ্টিতে জল থইথই ব্যান্ডেল-চুঁচুড়ার রাস্তাঘাট, জলমগ্ন রেল সাবওয়ে, ভোগান্তি স্থানীয়দের...
    আজকাল | ০৩ আগস্ট ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: একটানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। হুগলি চুঁচুড়া পুরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন। বৃষ্টির জল জমে জলবন্দি শহর। ব্যান্ডেল চুঁচুড়ার বিভিন্ন জায়গা জলমগ্ন। যার জেরে ভোগান্তি সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীদের।

    জলমগ্ন হয়ে রয়েছে ব্যান্ডেলের ক্যান্টিন বাজার, লোকোপাড়া, কোদালিয়া, নিউ কোদালিয়া, নলডাঙ্গা, লিচু বাগান, গ্রিন পার্ক মিলিটারি কলোনি সহ একাধিক জায়গা। প্রায় তিন ফুটের বেশি জল জমে রয়েছে চুঁচুড়া স্টেশন, পীরতলা, নবাব বাগান, পিয়ারা বাগান সহ হুগলি চুঁচুড়া পুরসভার একাধিক নীচু এলাকায়।

    চুঁচুড়া স্টেশনের রেল সাবওয়ে জলমগ্ন। বন্ধ হয়েছে যানবাহন পারাপার। বাধ্য হয়ে পায়ে হেঁটে রেল লাইনের উপর দিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ। একই অবস্থা ব্যান্ডেলের রেল সাবওয়ের। সেখানে জমে রয়েছে এক মানুষ সমান জল। বিচ্ছিন্ন হয়েছে রেল লাইনের এপার ওপারের যোগাযোগ। প্রয়োজনে অনেকেই লাইনের উপর দিয়ে যাতায়াত করছেন।

    ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)