• 'বিমায় জিএসটি জনবিরোধী সিদ্ধান্ত', নির্মলা সীতারামনকে চিঠি মমতার...
    আজকাল | ০৩ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জীবনবীমা এবং স্বাস্থ্যবীমায় জিএসটি প্রত্যাহারের দাবিতে এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার মূল লক্ষ্য কঠিন সময়ে মানুষকে সাহায্য করা। এই ধরনের পলিসি বিপদের সময়ে যে কোনো মানুষ এবং তাঁদের পরিবারকে সাহায্য করে। ফলে, প্রিমিয়ামের ওপর জিএসটি দিতে গেলে তা সাধারণ মানুষের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। মানুষ আর নতুন করে বিমা করাতে চাইছেন না।

    আর বীমা না থাকলে বিপদের সময় তাঁদের আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে। মুখ্যমন্ত্রী আরও লেখেন, আমি চাই সরকার এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করুক। জীবন বীমা এবং স্বাস্থ্যবিমা থেকে জিএসটি প্রত্যাহার করুক। মুখ্যমন্ত্রীর আশা, জিএসটি প্রত্যাহার করে নিলে আরও বেশি সংখ্যক মানুষ এই বীমার সুবিধা নিতে পারবেন। উল্লেখ্য, বৃহস্পতিবার বিমা প্রিমিয়ামে জিএসটি প্রত্যাহার না হলে, রাস্তায় নামার হুমকি দেন মমতা। বৃহস্পতিবার সন্ধ্যায় সমাজমাধ্যমে একটি পোস্ট করেন বাংলার মুখ্যমন্ত্রী।

    এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ভারত সরকারের কাছে দাবি জিএসটি প্রত্যাহার করতে হবে জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়াম থেকে। সঙ্গেই লিখেছেন, 'এই জিএসটি খারাপ।' কেন খারাপ? তার ব্যাখ্যাও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। লিখেছেন, এটি জনগণের মৌলিক চাহিদার উপর বিরূপ প্রভাব ফেলে। শেষে লেখেন, ভারত সরকার এই জিএসটি প্রত্যাহার না করলে, রাজপথে নামতে বাধ্য হবেন।
  • Link to this news (আজকাল)